Friday, October 31, 2025

"২০২৬ এ বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ কাঁটাতার খুলে দেওয়া হবে। আর তৃণমূল ক্ষমতা এলে ওরা কাঁটাতার খুলে দিয়ে পশ্চিমবঙ্গ কে বাংলাদেশ বানাবে"- বললেন জগন্নাথ সরকার।

নদিয়া: ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের 
বেড়া খুলে দেওয়া হবে। অন্যদিকে তৃণমূল ক্ষমতায় আসলে সেখানেও কাঁটাতারের বেড়া আর থাকবে না। খুলে যাবে তবে সেটা বাংলাদেশের সঙ্গে যোগ হয়ে যাবে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক যোগদান কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এমনই বিস্ফোরক মন্তব্য করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।
এসআইআর আবহে নদিয়ার  মাটিয়ারী বানপুরে ওই পঞ্চায়েতের এক নির্দল সদস্য সহ ১০০ টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে অনেকেই চিন্তায় থাকার কারণে এই যোগদান বলে মনে করা হচ্ছে। আর এরই মধ্যে নদীয়ার সীমান্তবর্তী এলাকায় রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ এর বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই বিষয়ে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার জানান, উনি বিভিন্ন সময় ভুল ভাল বকে থাকেন। ওনার সুস্থতা কামনা করি আমরা। উনি নিজেও জানেনা সীমান্ত সুরক্ষায় কারা থাকে। এখানে রাজ্যের কোন বিষয় নয় সেটা আগে ওনার জানা উচিত। সীমান্ত সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী থাকে। তা নিয়ন্ত্রণ করে বিজেপি সরকার। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে ধারণা ওনার নিজস্ব। এর আগেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। এখনো পর্যন্ত এইরকম পরিস্থিতি তৈরি হয়নি। সেটা ওনার জানা দরকার।

Tuesday, October 28, 2025

রাত পেরোলেই জগদ্ধাত্রী পূজো...


গৌরব সেন,দক্ষিণবঙ্গ:- ১৮-এর দশকে যখন সারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে তুলকালাম পরিস্থিতি তখন ব্রিটিশদের পক্ষপাত নেওয়া রাজাদের বন্দী করেন মীরকাশিম,সেই তালিকায় ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এবং রাজা কৃষ্ণচন্দ্র বন্দীদশা থেকে মুক্ত হলে জানতে পারেন দূর্গাপূজো শেষ। কথিত আছে উক্ত সময়ে সমস্ত কৃষ্ণনগরে দূর্গা পূজো অনাড়ম্বর পূর্ন হয় এবং রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান স্বয়ং মা দূর্গা রূপের এবং নির্দেশ দেন জগদ্ধাত্রী রূপে পূজো করার। প্রথম পূজোর ভিত্তিস্থাপন কৃষ্ণনগর রাজবাড়ী তে হলেও পরবর্তী তে সারা বাংলায় ছড়িয়ে পরে এই পূজোর রিতী। আনুমানিক ১৭৬৩-১৭৬৪ সাল নাগাদ কার্তিক মাসের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় দেবী হৈমন্তীকার আরাধনা যা আজও একই নিয়মনীতি এবং নিষ্ঠা মেনেই অনুষ্ঠিত হয়।
 রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু ছিলেন ফরাসি দের দেওয়ান তথা চন্দননগরের জমিদার ইন্দ্রনাথ রায়,তিনি পরবর্তী তে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী অধিষ্ঠাত্রীর কাঠামোর থেকে পেরেক এনে অবিকল আরেকটা কাঠামো বানিয়ে শুরু করেন চন্দননগরে জগদ্ধাত্রী পূজো। তবে অনেক ইতিহাসবিদ দের মতে কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম এর বিধবা কন্যা চন্দননগর নিকটস্থ ভদ্রেশ্বরের তেঁতুল তলায় শুরু করেন জগদ্ধাত্রী আরাধনা এবং ক্রমশই চন্দননগর ব্যাপি পৃষ্ঠপোষকতা ছড়িয়ে পড়ে জলঙ্গীপারে শুরু হওয়া স্বপ্নাদেশে পাওয়া মা জগদ্ধাত্রীর।
  দেবী জগদ্ধাত্রী সাদা সিংহের উপর আসীন অবস্থায় দেখা যায়, তাঁর চারহাতে থাকে শঙ্খ,চক্র,ধনুক এবং তীর। অনেকের মতে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে যেমন দেখেছিলেন দেবীকে তেমনই এই রূপ তবে পুরাণ ঘাটলে খুব বেশী তথ্য পাওয়া না গেলেও একটি সূত্র মতে ত্রেতা যুগের শুরুতে করীন্দ্রাসুর নামে এক হস্তীরূপী অসুরকে বধের জন্য দুর্গার মতোই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের শক্তি থেকে সিংহবাহিনী, চতুর্ভুজা এই দেবীর জন্ম!
 দিনে কালে জাঁকজমকপূর্ণতার একটা সূক্ষ লড়াই রয়েই গেছে চন্দননগর এবং কৃষ্ণনগর বাসীদের মধ্যে। আলোক সজ্জা এবং কোলকাতা থেকে নিকটস্থ হওয়ার কারণে চন্দননগর আলোচিত হলেও ঐতিহাসিক রাজবাড়ীর পূজো, শহরের বুড়ীমার পৃষ্ঠপোষকতা,বিশ্ববিখ্যাত কৃষ্ণনগর (ঘূর্নি) মৃৎশিল্পী দের প্রতিমা এবং শোভাযাত্রার জন্য অনেকটা এগিয়ে কৃষ্ণনগরই বলা যায়,তবে বর্তমান সময়ে কৃষ্ণনগর সংলগ্ন মফস্বলি এলাকা তেহট্টতেও যথেষ্ট ধুমধাম চোখে পরে জগদ্ধাত্রী পূজোর।

Saturday, October 25, 2025

দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, এবার এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন বিরোধী কাউন্সিলর।


নদিয়া: দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। পৌরসভাকে জানিও হচ্ছে না বেহাল রাস্তার সংস্কার। অবশেষে এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিল বিরোধী কাউন্সিলর। নদিয়ার কৃষ্ণনগর ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ, স্বামী রূপ ঘোষ তাদের অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের চাষাপাড়া থেকে দীর্ঘ কয়েক মিটার রাস্তার বেহাল অবস্থার কথা বারে বার জানিয়েছিলেন পৌরসভাকে।  বেশ কয়েকটি রাস্তার সংস্কারের কাজ হলেও এই রাস্তাটি বাদ থেকে যায়। কিন্তু সামনেই জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের ঐতিহ্য মন্ডিত চাষাপাড়া বারোয়ারিতে যেতে গেলে এই রাস্তায় একমাত্র উপায় মানুষের। জগদ্ধাত্রী পুজো চলে এলেও এখনো এই রাস্তার কাজ সম্পন্ন হলো না। বর্তমান পরিস্থিতিতে স্বামী স্ত্রী দুজনেই সিদ্ধান্ত নেন এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে শুরু করবেন রাস্তার সংস্কারের কাজ। নিজেদের অর্থ এবং এলাকাবাসীর অর্থ এক জায়গায় করে শনিবার এই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হয়। বিরোধী কাউন্সিলর হওয়ার কারণে পৌরসভার এই গাফিলতি। এমনই প্রশ্নই তুলছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ ও তার স্বামী রূপ ঘোষ। অন্যদিকে জগদ্ধাত্রী পুজোর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। আর পৌরসভার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ সৃষ্টি হচ্ছে এলাকার মানুষের মধ্যে। সম্প্রীতি নদিয়ার কৃষ্ণনগরের পৌরসভার অভ্যন্তরীণ বেশকিছু কারণের জন্য উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায় পৌরসভা এলাকাগুলিতে, বর্তমান পৌরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানের সাথে বাগবিদণ্ড তৈরি হওয়ায়  থমকে যায় একাধিক কাজ, আর এই রাস্তার সংস্কারের গাফিলতির এরই কারণ থাকতে পারে বলে মনে করছেন ২০ নম্বর ওয়ার্ডের বসবাসকারীরা।

Friday, October 24, 2025

বিধানসভা নির্বাচনের আগে শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো নদিয়ার কল্যাণীতে।


নদিয়া: নদিয়ার কল্যাণী ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চরে ভবঘুরে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল শতাধিক ভোটার কার্ড। মাঝের চর পুকুরপাড় এলাকার দুই যুবক ভবঘুরে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে এবং তার ব্যাগ খতিয়ে দেখতেই ব্যাক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় শতাধিক এই ভোটার কার্ডগুলো। যার মধ্যে রয়েছে তিনটি ডিজিটাল কার্ড যা আসামের। বাকি সব কল্যাণীর বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশে জেলাগুলোর। সন্দেহভাজন ব্যক্তিকে এলাকার মানুষ আটকে রেখে খবর দেয় কল্যাণী থানায়। খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দপ্তরেও। কল্যানী থানার পুলিশ এসে ওই ভোটার কার্ড গুলো উদ্ধার করে নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে তার নাম উত্তম প্রসাদ। হুগলি জেলার হিন্দমোটর এলাকার বাসিন্দা। কল্যাণী সীমান্তে তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাইরে বেড়িয়ে রাস্তার ধারে ঘাস দিয়ে চাপা অবস্থায় এই ভোটের আই কার্ড গুলো দেখতে পান তিনি। ঘাস সরিয়ে এই ভোটার আই কার্ডগুলো তার নিজের কাছে রাখেন।
প্রশ্ন উঠেছে এত ভোটার আই কার্ড গুলো তিনি  কি করছিল? এবং কল্যাণী রাস্তার পাশে কি করে এলো কারাইবা রাখল? কেনইবা ঘাসের স্তুপ দিয়ে ঢাকা দেওয়া ছিল এত সংখ্যক ভোটার কার্ড তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কল্যাণী থানা পুলিশ।

Thursday, October 23, 2025

কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দল সাংসদের এ এ ক্যাম্পের উপর হামলা আহত দুই বিজেপি নেতা।

নদিয়া:কল্যাণীতে ফের প্রকাশ্যে উঠে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনার জেরে আহত হয়েছে দুই বিজেপি নেতা । দুই পক্ষের তরফ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। বুধবার রাতে নদিয়ার কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবন বিজেপির পার্টি অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে। বিগত বেশ কয়েকদিন আজ আগে সিএএ ক্যাম্প করা হয়। সিএএ ক্যাম্পের ওপর  ভাঙচুর চালায় বিজেপির বিধায়ক গোষ্ঠী সহ মন্ডল সভাপতি এবং তার দলবল।
বিজেপির পার্টি অফিসের সামনে চলছে কালী পুজো। সেখানেই  কয়েকজন বিজেপি কর্মী মিলে করছিল পিকনিক। অভিযোগ, সেই সময় কল্যাণী শহরের বিজেপি মন্ডল সভাপতির  দলবল নিয়ে এসে হামলা চালায়। চেয়ার, টেবিল, মোটর সাইকেল ভাঙচুর করা হয়। এমনকি কয়েকজন বিজেপি কর্মীর ওপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় বনগাঁর বিজেপি সাংসদ শান্ত ঠাকুরের নির্দেশে সিএএ ফর্ম ফিলাপের জন্য ক্যাম্প করা হয়েছে। বনগাঁ শহ র নদীয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কেও বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এই ক্যাম্প করা হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও এই হামলার ঘটনার কথা অস্বীকার করেছেন বিধায়ক অম্বিকা রায়। তিনি ঘটনার সময় ছিলেন না বলে জানিয়েছেন। তবে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দকে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েন নি। এ বিষয়ে রানাঘাট সাংগঠনিক তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী বলেন, এটাই হচ্ছে বিজেপির কালচার। ক্ষমতায় না আসতেই যদি এরকম করে তাহলে পরবর্তীকালে অবস্থাটা কি হতে পারে বুঝুন। ওরা সব সময় এতদিন অন্যের ঘাড়ে দোষ দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এবার নিজেদের মধ্যেই সে দাঙ্গা লেগে গেছে।

মেচেদা স্টেশনে মালগাড়ির ছাদে মানসিক ভারসাম্যহীন যুবক,নামাতে বেগ পেতে হলো পুলিশকে।

পূর্ব মেদিনীপুর:  মেছেদা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির উপরে উঠে গেলো এক মানসিক ভারসান্যাহীন যুবক। তাকে ওই মালগাড়ির ছাদ থেকে নামাতে হিমশিম খেলো রেল পুলিশ। দীর্ঘ সময়ের পর শেসে ওই রেললাইন এর ওভার হেডেরর ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎ কানেকশন অফ করে রেলের এক পুলিশ কর্মী প্রভু যাদব ওই মাল গাড়ির ছাদে উঠে অনেক চেষ্টার ফলে তাকে নামানো হয়। আর এর জেরে এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবকের পরিচয় জানা যায়নি।

Wednesday, October 22, 2025

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।


নদিয়া: এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক।
কালীপুজোর রাতে  অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার পলাশীপাড়া থানা এলাকার রাধানগর গ্রামে। ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পলাশীপাড়া থানার পুলিশ। অভিযোগ,কালী পূজোর রাতে সকলে মিলে রাত জাগছিল। সেই সময় নাবালিকা বাইরে গেলে প্রতিবেশী সৌমেন প্রামাণিক তাকে ডেকে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করায়। এরপর মেয়েটি অচৈতন্য হলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতে দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা মেয়েটিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে মেয়েটি বাড়ি ফিরে এলে জিজ্ঞাসা করতেই ঘটনার কথা খুলে বলে পরিবারের লোকজনকে। এরপরই নাবালিকার মা ওই যুবকের বিরুদ্ধে পলাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ অর্থাৎ বুধবার তাকে তেহট্ট মহকুমা পকসো আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ।

সন্ধ্যা হলেই ইসকন ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ।


সন্ধ্যা হলেই ইসকন ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ।

নদিয়া: সন্ধ্যা হলেই অসংখ্য ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। আর এভাবেই লক্ষ্মী পুজোর দিন থেকে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রদয় মন্দিরে চলছে দ্বীপদান উৎসব। গোটা কার্তিক মাস ব্যাপী এই উৎসব চলবে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বের সমস্ত শাখা কেন্দ্রে। একই সাথে সন্ধায় চলে দামোদর অষ্টকম মন্ত্র পাঠ। মায়াপুর ইসকনের দেশি ও বিদেশী অসংখ্য ভক্তরা সন্ধ্যা হলেই ভিড় জামায় মন্দিরে। হাতে প্রদীপ নিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করা হয়। আর এই দ্বীপদান উৎসব উপলক্ষে দামোদর মাসে হাজার হাজার দেশী ও বিদেশী ভক্তের সমাগম ঘটে কোন চত্বরে। সন্ধ্যা হলেই মন্দিরের সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয়। আর তখনই সকলের হাতে জ্বলে ওঠে প্রদীপ। সকলের মনস্কামনা পূর্ণার্থে দামোদর মাসে এই দ্বীপদান করে থাকে মায়াপুর ইসকনের ভক্ত ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ।

সীমান্তের কাঁটা তারের বেড়াজালে আইনি জটিলতায় আটকে যুবক ফিরতে চায় নিজের দেশে।


উওর ২৪ পরগনা: সীমান্তের কাঁটা তারের বেড়াজালে আইনি জটিলতায় আটকে যুবক ফিরতে চায় নিজের দেশ বাংলাদেশে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে তারালি হাকিমপুর এলাকায় ঘোরাঘুরি করছিল মানসিক ভারসাম্যহীন যুবক মমিনুর রহমান। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি পাইথালী গ্রামে। বাবা গাউস মোড়ল মা মর্জিনা বিবি। ২০১৭ সালে বয়স যখন ১২ মানসিকভাবে অক্ষম ছিল সে।অজান্তে বাংলাদেশ সীমান্ত কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল। বাংলাদেশে তার বাবা মা আশাশুনি থানায় নিখোঁজের ডাইরিও করে। স্বরূপনগরের তারালি হাকিমপুর এলাকায় ঘোরাঘুরি করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা তার দেখভাল করেন। বর্তমান সেই বাংলাদেশী যুবকের বয়স ২০ বছর।  এলাকার এক যুবক তার জীবন কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে।তখনই ভিনদেশে তার বাবা ও মায়ের কাছে খবর পৌছায়। ছেলেকে দেখে চিনতে পারে মা ও বাবা। সোশ্যাল মিডিয়াতেই কমেন্ট করেন বাবা। উপযুক্ত নথিপত্র ইতিমধ্যে দেখায় তারা। জানতে পারে তাদের এই হারানো ছেলে মমিনুর। ইতিমধ্যে ঘটনাটি স্বরূপনগর থানায় জানান এবং ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত বাহিনীর কাছে তারা উপযুক্ত নথিপত্র দিয়ে বলেন  ১২ বছর বয়সে কিশোর সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। এবং হারানো ছেলের সঙ্গে বাবা-মা ভিডিও কলে কথা বলেন  এবং কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্য একবার মনে করিয়ে দিল বজরঙ্গ ভাইজানের ছবি। হারানো ছেলেকে ফিরে পেতে ইতিমধ্যে সীমান্ত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাজে উপযুক্ত নথিপত্র পাঠিয়েছে বাবা-মা সেই নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। মমিনুর বাবা-মার সাথে কথা বলার পর সে দেশে ফিরতে চায় ।

Tuesday, October 21, 2025

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার।


দিল্লী: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় নতুন কংক্রিটের হেলিপ্যাডের একটি অংশ ভেঙে গেছে বলে জানা গেছে। রাষ্ট্রপতির হেলিকপ্টারটি অবতরণের পর অতিরিক্ত ওজনের কারণে হেলিপ্যাডের একটি অংশ গর্তে আটকে যায়। এর ফলে হেলিকপ্টারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। চার দিনের সফরে শ্রীলঙ্কায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ।বুধবার সকালে শবরীমালা দর্শনে যাওয়ার পথে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার কেরলের প্রামাদম রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অবতরণ করে।অবতরণের সময় অতিরিক্ত ওজনের কারণে নতুন তৈরি করা কংক্রিটের হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। হেলিপ্যাডের কংক্রিট অংশটি হেলিকপ্টারের অতিরিক্ত ওজনের কারণেই ভেঙেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।যদিও ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি নিরাপদে ছিলেন। তবে এই ঘটনার পর তিনি সম্ভবত অন্য কোনো যান ব্যবহার করে গন্তব্যে পৌঁছান।

Monday, October 20, 2025

নেতাজীকে নিয়ে কিছু কথা।


ডাঃ দিগন্ত মণ্ডল: আজ ভারতবর্ষের প্রথম প্রধান মন্ত্রী নেতাজী সুভাষ চন্দ্র বসু ভারতের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে প্রবল  পরাক্রমী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন । তিনি জানতেন যেদিন অপামর ভারতীয়রা এই খবর জানবে সেদিন শাসকের তাসের ঘর ভেঙে দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে সকল দেশবাসী । সেদিন তিনি আহ্বান করেছিলেন বাপুজি ও কংগ্রেসের নেতাদের যাতে এই যুদ্ধের খবর তারা ভারতবাসী কে জানান ও সমর্থন করতে বলেন(সবার কাছে খবর পৌছে দেওয়ার মাধ্যম ছিলো পার্সন টু পার্সন ক্যাম্পেইন )। সেদিন তাঁদের ভূমিকা কি ছিলো এবং সিপিআই এর ভূমিকা কী ছিল আমাদের প্রায় প্রত্যেকের অজানা । কোনও নেতা বলেছিলেন আমি রুখে দেবো তলোয়ার নিয়ে যাতে ব্রিটিশদের ক্ষতি না হয় । কেও বলেছিল আমার বিপথগামী সন্তান । কেও বলেছিল তোজোর কুকুর। কেও বলেছিল জাপান আসছে আমাদের পরাধীন করতে ।
আজ এতবছর পর আমরা জানি…না কংগ্রেস কোনও আন্দোলন করেছিল ৪২ এর পর, না সিপিআই । আজাদ হিন্দ বাহিনীর আত্মদানের ইতিহাস দেশবাসী যখন জানলো তখন তারা হেরে গিয়ে বন্দি হয়ে বিচারাধীন । তার মধ্যে হয়ে গেছে নীলগঞ্জ ম্যাসাকার । আগুন লেগে গেল ব্রিটিশ ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্স এ । তারা তাণ্ডব চালায় ব্রিটিশ দের উপর । ব্রিটিশ অফিসার রা বারবার আকুতি জানিয়ে নোট পাঠায় ব্রিটিশ পার্লামেন্ট এ…একটা দিন ও তাদের কাছে সেফ নয় । নৌ সেনারা নেতৃত্ব দেওয়ার আবেদন করলেও সারা দেয়নি কেও । উল্টে কেউ কেউ লেগে গিয়েছিল তাদের দমন করার ব্রিটিশ অপচেষ্টার শরিক হতে । নৌ সেনারা কার ছবি সামনে রেখে সংগ্রাম করছিল? তাদের, আমাদের, ভারতের চিরকালের মহানেতা নেতাজী সুভাষ । Dominion status পেয়ে তাকে স্বাধীনতা বলে ব্রিটিশদের জুতোর ফিতে তে নিজেদের বেঁধে বড় বড় নেতারা বড় বড় পদ নিয়ে জমিদারী প্রতিষ্ঠা করল ।
সেই জমিদারী আজও আছে চলছে । আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না । আমি আপনি কি নির্বাচন করি সরকার? আমি আপনি কি সত্যি কোনও ফ্যাক্টর? জমিদারি চলে শিক্ষায় নয়, সংখ্যায় আর এই সংখ্যা টাকায় মেলে । জনমত বিক্রি হয় আর জনতা উদাস হয় । সত্য আর অসত্যের হিসেব হয় পয়সায় । ধর্মাবতারও ঘুষ খায় , বাকি সব জায়গা তো ছেড়ে দিন ।বুদ্ধিজীবীরা বন্ধক দেয় , মোমবাতি জমিয়ে রাখে সুযোগ o নির্দেশের অপেক্ষ্যায়।
আমাদের দরকার নেতাজির আদর্শ ও তার স্বপ্ন কে সামনে রেখে মানুষ তৈরি করা যারা আগুনের মত ছড়াতে থাকবে তার আদর্শ কে । নতুন করে জন্ম নেবে এক ভারত যেখানে অন্য সব পরিচয়ের আগে আমরা ভারতীয় হিসেবে ভাবব । থাকবে না ধর্মীয় বিভাজন, জাতিগত বিদ্বেষ বা লিঙ্গ বৈষম্য । সেই সোনার ভারতই হোক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ।

সাতসকালে ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা,মৃত ১ ব্যক্তি।

 

 নিয়ন্ত্রণ হারিয়ে সাতসকালে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুজিত মাহাতো বয়স ৪৯ বছর। তার বাড়ি কোতোয়ালি থানার সুভাষনগর বারুইহুদা এলাকায়। এদিন সকালে বাড়ি  থেকে বেরিয়ে রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন সুজিত বাবু। আচমকাই একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুজিত বাবুকে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার ধারে একটি দোকান ভেদ করে গাড়িটি ঢুকে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন সুজিত বাবু। স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে এলাকায় ।

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার কৃষ্ণগঞ্জে।

নদিয়া: বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার কৃষনগঞ্জ থানার নাঘাটা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইছামতি নদী সংলগ্ন একটি কালভার্টের মধ্যে বিরল প্রজাতির ওই কচ্ছপটি দেখতে পায় স্থানীয় বাসিন্দা। পূর্ণবয়স্ক বিরল প্রজাতির এই কচ্ছপটি কে স্থানীয় কিছু লোকজন জাল দিয়ে ধরে উদ্ধার করার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই কচ্ছপটিকে গ্রাম থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। বিরল প্রজাতির এই কচ্ছপটি কে দেখতে উচ্ছূকে মানুষের ভিড় জমে গ্রামে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পাশেই রয়েছে ইছামতি নদী আর সেই নদী থেকেই সম্ভবত উঠে আসতে পারে এই বিরল প্রজাতির বিশালাকার কচ্ছপটি।

দেশীদের ভোটে আমি কেনো বিধায়ক হব, নরেন্দ্র মোদি কেনো প্রধানমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেনো মুখ্যমন্ত্রী হবেন এসআইআর প্রসঙ্গে নন্দীগ্রামে মন্তব্য শুভেন্দুর।

 

নন্দীগ্রাম : এসআইআর নিয়ে রাজ্যে শাসক বিরোধী জোর টক্কর চলছে। রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপি চাইছে বিদেশীদের বাংলায় রাখা যাবে না। এসআইআর এর মাধ্যমে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেস্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যখন এসআইআর নিয়ে তৎপর তখন বাংলায় শাসকদল তৃণমূল নেতৃত্বদের মুখে নানা হুমকির কথা শোনা যাচ্ছে। শাসকদল তৃণমূল নেতৃত্বদের বক্তব্যের প্রসঙ্গে সোমবার নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, " এসআইআর যাতে ঠিকঠাক হয় সেদিকে আমাদের দেখতে হবে। প্রহরীর মতো আমাদের সজাগ থাকতে হবে। বাকিটা নির্বাচন কমিশন দেখবে। বর্ডার এলাকায় নয় নন্দীগ্রামে বাংলাদেশের ভোটার রয়েছে। তাদের ভোটে আমি কেনো বিধায়ক হবো, নরেন্দ্র মোদি কেনো প্রধানমন্ত্রী হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেনো মুখ্যমন্ত্রী হবেন। তাছাড়া বাংলাদেশীরা কেনো আমাদের দেশের বাস করবে,  জমি দখল করবে,  রেশন নেবে। 

 

কেনো রাজনৈতিক দল সুযোগ সুবিধে নেবে। এটা মেনে নেওয়া যায় না। আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না। বিদেশী বা বাংলাদেশীরা কেন আমাদের সুযোগ সুবিধে গ্রহন করবে। তার জন্য এসআইআর খুবই প্রয়োজন। পাশাপাশি মেয়েদের রক্ষা করার শক্তি যেন দেন মা কালী। বাংলায় মেয়েদের রাতে বেরানোর বারন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাতে কালী মায়ের পুজো হয় তাহলে মেয়েরা পুজোয় যেতে পারবে না। পুলিশ মন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। সম্প্রতি ময়নার বিজেপি বিধায়ক প্রাক্তন ক্রিকেটর অশোক দিন্ডা সভা মঞ্চ থেকে ২০২৬ শে তিনিই ময়না থেকেই আবার বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন। তিনি তার বক্তব্য বলেছিলেন, আমি আবার ময়না বিধানসভা কেন্দ্র থেকে ৯৯.০০৯ শতাংশ আমিই বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছি। বিধায়কের এই মন্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, " তিনি একজন দক্ষ বিধায়ক। তিনি বলতেই পারেন। তাঁর কাজের নিরিখেই তিনি বলেছেন। আশা করতেই পারেন। দল সঠিক সময় প্রার্থী তালিকা প্রকাশ করবেন।

ইস্টবেঙ্গল হারের পর পদত্যাগ করলেন গোলকিপার কোচ সন্দীপ নন্দী। গোয়া থেকে কলকাতায় ফিরছেন তিনি।

 

গোলকিপার গিল কে বসিয়ে পেনাল্টি শ্যুট আউটের সময় দেবজিৎ সরকার কে নামানো র সিদ্ধান্ত একরকম জোরপূর্বক চাপানো হয়েছিলো ইস্টবেঙ্গল  হেড কোচ অস্কার ব্রজোর ওপর, আর শিল্ড হাতছাড়া হওয়ার পর থেকেই হেড কোচ অস্কার এবং গোল কিপিং কোচ সন্দীপ নন্দীর মনোমালিন্য প্রকাশ্যে আসতে থাকে।সূত্র মারফত অস্কার ম্যাচ হারার সমস্ত দোষ সন্দীপের ওপর চাপাতে চাই।
 আজ সকাল অর্থাৎ ২০-ই অক্টোবর সোমবার সকালে ইস্টবেঙ্গল টিম সুপার কাপ খেলার উদ্দেশ্যে গোয়ায় রওনা দেয় অগ্রিম প্রস্তুতি শুরু করার জন্য, সুপার কাপে একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। সূত্র মারফত খবর অনুযায়ী গোয়া পৌছানোর পরই নতুন করে অশান্তি শুরু হতে থাকে হেড কোচ অস্কাট এবং গোল কিপার কোচ সন্দীপের সাথে এবং সেই থেকেই সন্দীপ বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তবে উভয় তরফ এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

শিল্ড জিতলো মোহনবাগান,তবে মাঠের লড়াইয়ে সমানে টক্কর ইস্ট বেঙ্গল এর...

 গৌরব সেন,কেলকাতা: গত ১৮-ই অক্টোবর শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে(সল্টলেক স্টেডিয়াম) মোহনবাগান ১২৫তম আই.এফ.এ. শিল্ডে নিজেদের নাম নথিভুক্ত করলো তবে অপেক্ষাকৃত কম শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ধারেভারে পিছিয়ে থাকলেও মাঠ জুড়ে যথেষ্ট টক্কর দিয়েছে বলাই যায়! কিন্তু শেষ হাসি হাসলো শতাব্দী প্রাচীন মোহনবাগান। অতিরিক্ত সময়েও খেলার ফলাফলে(১-১) কোনো পরিবর্তন না ঘটাই,পেনাল্টি শ্যুটআউটে জয় গুপ্তার মারা শর্টে বিশাল কাইতের অনবদ্য সেভ জয়সূচক মুহুর্ত নিয়ে আসে গঙ্গাপাড়ের ক্লাবটাই। 

মাঠের লড়াইয়ে বেশ কয়েকটা সুযেগ নষ্ট করে উভয় দলই যেমন জেসন কামিংস ৩৪ মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন যা খেলা মোড় ঘোরাতে পারতো মোহনবাগানের অথবা ১০২ মিনিটের মাথায় মোহনবাগান বক্সে ডান দিক থেকে আসা ক্রসে ৬" ৫ উচ্চতার ইস্টবেঙ্গলের জাপানী ফুটবলার হিরোসী-র মাথা ছোঁয়াতে পারলেই পরিবর্তন হতে পারতো স্কোরলাইন এবং ইস্টবেঙ্গলে ভাগ্য।খেলার ৩৬ মিনিটের মাথায় মহেষের পাঠানো ক্রসে হামিদ আদাদ ১-০ গোলে এগিয়ে দেয় ইস্টবেঙ্গল কে এবং বাগান সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে প্রথমার্ধের একদম শেষ সময়ে আপুইয়া সমতা ফেরায় এবং পরবর্তীতে দুইদলই বেশ কয়েকটা সুযোগ পেলেও গোলে পরিবর্তন করে খেলার স্কোরবোর্ডে পরিবর্তন আনতে পারেনি। 

 তবে ইস্টবেঙ্গল গ্যালারী-তে টিফো প্রদর্শন এবং উপস্থিতির হার যথেষ্ট থাকলেও কোথাও মনমরা মোহনবাগান, উপস্থিতির হার যথেষ্ট কম সেটা একঝলক গ্যালারীর দিকে তাকালেই বোঝা যায় আর একদম শেষে টিফো নামলেও ডার্বির জন্য বিশেষ আয়োজন চোখে পরলোনা কোথাও, যদিও মোহনবাগান ক্লাব সচীব দাবী করেছিলেন ফ্যান ক্লাবদের সাথে কথা বলে সমস্যা মিটে গেছে তবে ১৮-তারিখের যুব ভারতী-তে মোহনবাগান গ্যালারীর চিত্র অন্য কথায় বলে!




দীপাবলী ও ভাইফোঁটায় রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

 কলকাতা: দীপাবলী থেকে ভাইফোঁটা পর্যন্ত রাজ্যের কোনো জেলায় কোনো বৃষ্টির আগাম পূর্বাভাস নেই। দীপাবলী থেকে ভাইফোঁটা উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরে মোটের ওপর শুষ্ক আবহাওয়া। জলীয় বাষ্পের পরিমান কম থাকবে। পর্যটনের আদর্শ পরিবেশ পাহাড়ে এবং ডুয়ার্সে। কাল মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যে মেঘমুক্ত ঝলমলে পরিষ্কার আকাশ। বুধ এবং বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া গোটা রাজ্যে। সাময়িক ফিরবে হেমন্তের আদর্শ পরিবেশ। ২৩ অক্টোবর ভাইফোঁটা মিটে যাওয়ার পর হাওয়া বদল। ২৪ অক্টোবর শুক্রবার আন্দামান সাগরে বঙ্গোপসাগর ইন্দিরা পয়েন্টের কাছে তৈরি হবে শক্তিশালী ঘূর্ণাবর্ত। ২৫ তারিখ শনিবার থেকে ২৭ তারিখ সোমবার পর্যন্ত সমুদ্র থেকে জলীয় বাষ্প অর্থাৎ শক্তি সঞ্চয় করতে করতে এই সিস্টেম উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে মান্থা। ২৪ অক্টোবর শুক্রবার নয়াদিল্লির মৌসম ভবন এই সিস্টেমের পরবর্তী আপডেট বুলেটিন প্রকাশ করতে পারে। 

মান্থা তৈরি হলে সম্ভাব্য দুটি গতিপথের কথা জানানো হয়েছে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল এর পক্ষ থেকে। এটি তামিলনাড়ু থেকে বাঁক খেয়ে পুদুচেরি উপকূলের কাছে আরব সাগরে ল্যান্ড ফল করতে পারে। অথবা সমান্তরাল ভাবে ভারতের পূর্ব উপকূল বরাবর এগিয়ে ওড়িশা উপকূলের কাছাকাছি ল্যান্ড ফল করতে পারে।

Sunday, October 19, 2025

কৃষ্ণনগর সাংগঠনিক ব্লক স্তরীয় রদবদলের তালিকা ঘোষণা হল। কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় নতুন দায়িত্ব পেলো ৪ জন। বাকি পুরোনো মুখেই ভরসা দলের

 

নদিয়া: গোটা রাজ্যের সাথে সাথে নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরীয় সাংগঠনিক রদবদল হলো আজ। কৃষ্ণনগর সাংগঠনিক ৮ বিধানসভা কেন্দ্রের ব্লকের ১২টি তে সাংগঠনিক স্তরের তালিকা ঘোষণা হয়েছে। এদের মধ্যে ৪টি ব্লকে নতুন মুখ উঠে এসেছে। এছাড়া বাকি সমস্ত ব্লকে পুরনোদের ওপরে ভরসা রেখেছে দল। এখনো পর্যন্ত রাজ্য থেকে ঘোষণা তালিকা অনুযায়ী দেখা গেছে কৃষ্ণনগর শহরে ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া পরিচিত মুখ সৌমাল্য ঘোষকে। একই সাথে কৃষ্ণনগর উত্তরে যুব সংগঠন থেকে উঠে আসা সুশান্ত মন্ডল কে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে রদবদল হয়েছে তেহট্ট ১ এবং তেহট্ট ২ তে। তেহট্ট ১ ব্লকে দায়িত্ব দেওয়া হয়েছে নদীয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা সদস্য দিলীপ পোদ্দারকে। অন্যদিকে তেহট্ট ২ ব্লকের ব্লক সভাপতি দায়িত্ব পেয়েছে হাসিফুল মালিতাকে। এছাড়া কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দায়িত্বে আগে ছিল স্বপন ঘোষ তাকেই পুনরায় বহাল রাখা হয়েছে সভাপতি পদে। একই সাথে কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের দায়িত্বে রয়ে গেছেন সঞ্জয় মুখার্জি। চাপড়া ব্লকের দায়িত্ব পুনরায় দেওয়া হয়েছে শুকদেব ব্রহ্মকে। নাকাশিপাড়া ব্লকের ক্ষেত্রেও সেই কনিষ্ক চট্টোপাধ্যায় কেই ব্লক সভাপতি দায়িত্বে ভালো রাখল দল। কালিগঞ্জ ব্লকে দেবব্রত মুখার্জি রয়ে গেল ব্লক সভাপতির পদে। করিমপুর ব্লকের ক্ষেত্রে সেই একই চিত্র দেখা গেল সেখানেও ব্লক সভাপতি দায়িত্বে আশিষ চ্যাটার্জিকে রেখে দেওয়া হল। করিমপুর ২ এ ব্লকে দায়িত্বে রয়েছেন সৌমেন বিশ্বাস। করিমপুর ২ বি ব্লকের দায়িত্বে কার্তিক চন্দ্র মন্ডলের নামই বহাল রেখেছে দল। তবে এখনো পর্যন্ত কোথাও ব্লক তরী ও খুব বিক্ষোভ না থাকলেও জেলার সদর শহর কৃষ্ণনগর শহরের দায়িত্ব নিয়ে পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। ইতিমধ্যেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসা সৌমাল্য ঘোষ এর বিরুদ্ধে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানিয়েছে। অধীর চৌধুরীর সাথে ছবি পোস্ট করে বিভিন্ন রকম লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিন কৃষ্ণনগর সাংগঠনিক রদবদল নিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় যারা ছিল তারাই মোটামুটি রয়ে গেছে তবে নতুন কিছু মুখ আনা হয়েছে। সকলের সম্মিলিতভাবে ২০২৬ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একযোগে কাজ করবে এবং ব্লক স্তরীয় এই সভাপতিদের নেতৃত্বে দল এগিয়ে যাবে এবং ভালো ফল করবে। এটাই আশা রাখবো।

মদের আসরে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩ জন।

 


নদিয়া:মদের আসরে যুবকের রহস্য মৃত্যু, এই ঘটনায় ওই মদের আসরে থাকা ৩ যুবককে গ্রেফতার করলো নদিয়ার হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে হাসখালি থানার বগুলার বাসিন্দা এক যুবকের বাড়ির ছাদে মদের আসর বসায় ৪ বন্ধু। অভিযোগ, সেই আসরেই হটাৎ এক যুবক অচৈতন্য হয়ে পড়ে। পরে তাকে বাকি ৩ বন্ধু বগুলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর সেই ঘটনাতেই ওই মদের আসরে থাকা বাকি ৩ বন্ধুকে গ্রেফতার করে হাসখালি থানার পুলিশ। রবিবার তদন্তের স্বার্থে হাসখালি পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠালে,  বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে যুবকের রহস্য মৃত্যু নিয়ে কি কারণ থাকতে পারে তার তদন্ত করছে পুলিশের একটি বিশেষ টিম। যদিও মদের আসরে যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

নবদ্বীপে সুকান্ত মজুমদারের কর্মসূচির পর নদিয়া দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগ।

নদিয়া: কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যাওয়ার পর নবদ্বীপ বাসস্ট্যান্...