Friday, October 31, 2025
"২০২৬ এ বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ কাঁটাতার খুলে দেওয়া হবে। আর তৃণমূল ক্ষমতা এলে ওরা কাঁটাতার খুলে দিয়ে পশ্চিমবঙ্গ কে বাংলাদেশ বানাবে"- বললেন জগন্নাথ সরকার।
Tuesday, October 28, 2025
রাত পেরোলেই জগদ্ধাত্রী পূজো...
Saturday, October 25, 2025
দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, এবার এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন বিরোধী কাউন্সিলর।
Friday, October 24, 2025
বিধানসভা নির্বাচনের আগে শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো নদিয়ার কল্যাণীতে।
Thursday, October 23, 2025
কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দল সাংসদের এ এ ক্যাম্পের উপর হামলা আহত দুই বিজেপি নেতা।
মেচেদা স্টেশনে মালগাড়ির ছাদে মানসিক ভারসাম্যহীন যুবক,নামাতে বেগ পেতে হলো পুলিশকে।
Wednesday, October 22, 2025
অপ্রাপ্তবয়স্ক মেয়েকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।
সন্ধ্যা হলেই ইসকন ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ।
সীমান্তের কাঁটা তারের বেড়াজালে আইনি জটিলতায় আটকে যুবক ফিরতে চায় নিজের দেশে।
Tuesday, October 21, 2025
দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার।
Monday, October 20, 2025
নেতাজীকে নিয়ে কিছু কথা।
আজ এতবছর পর আমরা জানি…না কংগ্রেস কোনও আন্দোলন করেছিল ৪২ এর পর, না সিপিআই । আজাদ হিন্দ বাহিনীর আত্মদানের ইতিহাস দেশবাসী যখন জানলো তখন তারা হেরে গিয়ে বন্দি হয়ে বিচারাধীন । তার মধ্যে হয়ে গেছে নীলগঞ্জ ম্যাসাকার । আগুন লেগে গেল ব্রিটিশ ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্স এ । তারা তাণ্ডব চালায় ব্রিটিশ দের উপর । ব্রিটিশ অফিসার রা বারবার আকুতি জানিয়ে নোট পাঠায় ব্রিটিশ পার্লামেন্ট এ…একটা দিন ও তাদের কাছে সেফ নয় । নৌ সেনারা নেতৃত্ব দেওয়ার আবেদন করলেও সারা দেয়নি কেও । উল্টে কেউ কেউ লেগে গিয়েছিল তাদের দমন করার ব্রিটিশ অপচেষ্টার শরিক হতে । নৌ সেনারা কার ছবি সামনে রেখে সংগ্রাম করছিল? তাদের, আমাদের, ভারতের চিরকালের মহানেতা নেতাজী সুভাষ । Dominion status পেয়ে তাকে স্বাধীনতা বলে ব্রিটিশদের জুতোর ফিতে তে নিজেদের বেঁধে বড় বড় নেতারা বড় বড় পদ নিয়ে জমিদারী প্রতিষ্ঠা করল ।
সেই জমিদারী আজও আছে চলছে । আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না । আমি আপনি কি নির্বাচন করি সরকার? আমি আপনি কি সত্যি কোনও ফ্যাক্টর? জমিদারি চলে শিক্ষায় নয়, সংখ্যায় আর এই সংখ্যা টাকায় মেলে । জনমত বিক্রি হয় আর জনতা উদাস হয় । সত্য আর অসত্যের হিসেব হয় পয়সায় । ধর্মাবতারও ঘুষ খায় , বাকি সব জায়গা তো ছেড়ে দিন ।বুদ্ধিজীবীরা বন্ধক দেয় , মোমবাতি জমিয়ে রাখে সুযোগ o নির্দেশের অপেক্ষ্যায়।
আমাদের দরকার নেতাজির আদর্শ ও তার স্বপ্ন কে সামনে রেখে মানুষ তৈরি করা যারা আগুনের মত ছড়াতে থাকবে তার আদর্শ কে । নতুন করে জন্ম নেবে এক ভারত যেখানে অন্য সব পরিচয়ের আগে আমরা ভারতীয় হিসেবে ভাবব । থাকবে না ধর্মীয় বিভাজন, জাতিগত বিদ্বেষ বা লিঙ্গ বৈষম্য । সেই সোনার ভারতই হোক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ।
সাতসকালে ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা,মৃত ১ ব্যক্তি।
নিয়ন্ত্রণ হারিয়ে সাতসকালে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুজিত মাহাতো বয়স ৪৯ বছর। তার বাড়ি কোতোয়ালি থানার সুভাষনগর বারুইহুদা এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন সুজিত বাবু। আচমকাই একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুজিত বাবুকে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার ধারে একটি দোকান ভেদ করে গাড়িটি ঢুকে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন সুজিত বাবু। স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে এলাকায় ।
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার কৃষ্ণগঞ্জে।
দেশীদের ভোটে আমি কেনো বিধায়ক হব, নরেন্দ্র মোদি কেনো প্রধানমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেনো মুখ্যমন্ত্রী হবেন এসআইআর প্রসঙ্গে নন্দীগ্রামে মন্তব্য শুভেন্দুর।
নন্দীগ্রাম : এসআইআর নিয়ে রাজ্যে শাসক বিরোধী জোর টক্কর চলছে। রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপি চাইছে বিদেশীদের বাংলায় রাখা যাবে না। এসআইআর এর মাধ্যমে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেস্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যখন এসআইআর নিয়ে তৎপর তখন বাংলায় শাসকদল তৃণমূল নেতৃত্বদের মুখে নানা হুমকির কথা শোনা যাচ্ছে। শাসকদল তৃণমূল নেতৃত্বদের বক্তব্যের প্রসঙ্গে সোমবার নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, " এসআইআর যাতে ঠিকঠাক হয় সেদিকে আমাদের দেখতে হবে। প্রহরীর মতো আমাদের সজাগ থাকতে হবে। বাকিটা নির্বাচন কমিশন দেখবে। বর্ডার এলাকায় নয় নন্দীগ্রামে বাংলাদেশের ভোটার রয়েছে। তাদের ভোটে আমি কেনো বিধায়ক হবো, নরেন্দ্র মোদি কেনো প্রধানমন্ত্রী হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেনো মুখ্যমন্ত্রী হবেন। তাছাড়া বাংলাদেশীরা কেনো আমাদের দেশের বাস করবে, জমি দখল করবে, রেশন নেবে।
কেনো রাজনৈতিক দল সুযোগ সুবিধে নেবে। এটা মেনে নেওয়া যায় না। আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না। বিদেশী বা বাংলাদেশীরা কেন আমাদের সুযোগ সুবিধে গ্রহন করবে। তার জন্য এসআইআর খুবই প্রয়োজন। পাশাপাশি মেয়েদের রক্ষা করার শক্তি যেন দেন মা কালী। বাংলায় মেয়েদের রাতে বেরানোর বারন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাতে কালী মায়ের পুজো হয় তাহলে মেয়েরা পুজোয় যেতে পারবে না। পুলিশ মন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। সম্প্রতি ময়নার বিজেপি বিধায়ক প্রাক্তন ক্রিকেটর অশোক দিন্ডা সভা মঞ্চ থেকে ২০২৬ শে তিনিই ময়না থেকেই আবার বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন। তিনি তার বক্তব্য বলেছিলেন, আমি আবার ময়না বিধানসভা কেন্দ্র থেকে ৯৯.০০৯ শতাংশ আমিই বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছি। বিধায়কের এই মন্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, " তিনি একজন দক্ষ বিধায়ক। তিনি বলতেই পারেন। তাঁর কাজের নিরিখেই তিনি বলেছেন। আশা করতেই পারেন। দল সঠিক সময় প্রার্থী তালিকা প্রকাশ করবেন।
ইস্টবেঙ্গল হারের পর পদত্যাগ করলেন গোলকিপার কোচ সন্দীপ নন্দী। গোয়া থেকে কলকাতায় ফিরছেন তিনি।
গোলকিপার গিল কে বসিয়ে পেনাল্টি শ্যুট আউটের সময় দেবজিৎ সরকার কে নামানো র সিদ্ধান্ত একরকম জোরপূর্বক চাপানো হয়েছিলো ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রজোর ওপর, আর শিল্ড হাতছাড়া হওয়ার পর থেকেই হেড কোচ অস্কার এবং গোল কিপিং কোচ সন্দীপ নন্দীর মনোমালিন্য প্রকাশ্যে আসতে থাকে।সূত্র মারফত অস্কার ম্যাচ হারার সমস্ত দোষ সন্দীপের ওপর চাপাতে চাই।
আজ সকাল অর্থাৎ ২০-ই অক্টোবর সোমবার সকালে ইস্টবেঙ্গল টিম সুপার কাপ খেলার উদ্দেশ্যে গোয়ায় রওনা দেয় অগ্রিম প্রস্তুতি শুরু করার জন্য, সুপার কাপে একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। সূত্র মারফত খবর অনুযায়ী গোয়া পৌছানোর পরই নতুন করে অশান্তি শুরু হতে থাকে হেড কোচ অস্কাট এবং গোল কিপার কোচ সন্দীপের সাথে এবং সেই থেকেই সন্দীপ বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তবে উভয় তরফ এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
শিল্ড জিতলো মোহনবাগান,তবে মাঠের লড়াইয়ে সমানে টক্কর ইস্ট বেঙ্গল এর...
গৌরব সেন,কেলকাতা: গত ১৮-ই অক্টোবর শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে(সল্টলেক স্টেডিয়াম) মোহনবাগান ১২৫তম আই.এফ.এ. শিল্ডে নিজেদের নাম নথিভুক্ত করলো তবে অপেক্ষাকৃত কম শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ধারেভারে পিছিয়ে থাকলেও মাঠ জুড়ে যথেষ্ট টক্কর দিয়েছে বলাই যায়! কিন্তু শেষ হাসি হাসলো শতাব্দী প্রাচীন মোহনবাগান। অতিরিক্ত সময়েও খেলার ফলাফলে(১-১) কোনো পরিবর্তন না ঘটাই,পেনাল্টি শ্যুটআউটে জয় গুপ্তার মারা শর্টে বিশাল কাইতের অনবদ্য সেভ জয়সূচক মুহুর্ত নিয়ে আসে গঙ্গাপাড়ের ক্লাবটাই।
মাঠের লড়াইয়ে বেশ কয়েকটা সুযেগ নষ্ট করে উভয় দলই যেমন জেসন কামিংস ৩৪ মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন যা খেলা মোড় ঘোরাতে পারতো মোহনবাগানের অথবা ১০২ মিনিটের মাথায় মোহনবাগান বক্সে ডান দিক থেকে আসা ক্রসে ৬" ৫ উচ্চতার ইস্টবেঙ্গলের জাপানী ফুটবলার হিরোসী-র মাথা ছোঁয়াতে পারলেই পরিবর্তন হতে পারতো স্কোরলাইন এবং ইস্টবেঙ্গলে ভাগ্য।খেলার ৩৬ মিনিটের মাথায় মহেষের পাঠানো ক্রসে হামিদ আদাদ ১-০ গোলে এগিয়ে দেয় ইস্টবেঙ্গল কে এবং বাগান সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে প্রথমার্ধের একদম শেষ সময়ে আপুইয়া সমতা ফেরায় এবং পরবর্তীতে দুইদলই বেশ কয়েকটা সুযোগ পেলেও গোলে পরিবর্তন করে খেলার স্কোরবোর্ডে পরিবর্তন আনতে পারেনি।
তবে ইস্টবেঙ্গল গ্যালারী-তে টিফো প্রদর্শন এবং উপস্থিতির হার যথেষ্ট থাকলেও কোথাও মনমরা মোহনবাগান, উপস্থিতির হার যথেষ্ট কম সেটা একঝলক গ্যালারীর দিকে তাকালেই বোঝা যায় আর একদম শেষে টিফো নামলেও ডার্বির জন্য বিশেষ আয়োজন চোখে পরলোনা কোথাও, যদিও মোহনবাগান ক্লাব সচীব দাবী করেছিলেন ফ্যান ক্লাবদের সাথে কথা বলে সমস্যা মিটে গেছে তবে ১৮-তারিখের যুব ভারতী-তে মোহনবাগান গ্যালারীর চিত্র অন্য কথায় বলে!
দীপাবলী ও ভাইফোঁটায় রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কলকাতা: দীপাবলী থেকে ভাইফোঁটা পর্যন্ত রাজ্যের কোনো জেলায় কোনো বৃষ্টির আগাম পূর্বাভাস নেই। দীপাবলী থেকে ভাইফোঁটা উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরে মোটের ওপর শুষ্ক আবহাওয়া। জলীয় বাষ্পের পরিমান কম থাকবে। পর্যটনের আদর্শ পরিবেশ পাহাড়ে এবং ডুয়ার্সে। কাল মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যে মেঘমুক্ত ঝলমলে পরিষ্কার আকাশ। বুধ এবং বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া গোটা রাজ্যে। সাময়িক ফিরবে হেমন্তের আদর্শ পরিবেশ। ২৩ অক্টোবর ভাইফোঁটা মিটে যাওয়ার পর হাওয়া বদল। ২৪ অক্টোবর শুক্রবার আন্দামান সাগরে বঙ্গোপসাগর ইন্দিরা পয়েন্টের কাছে তৈরি হবে শক্তিশালী ঘূর্ণাবর্ত। ২৫ তারিখ শনিবার থেকে ২৭ তারিখ সোমবার পর্যন্ত সমুদ্র থেকে জলীয় বাষ্প অর্থাৎ শক্তি সঞ্চয় করতে করতে এই সিস্টেম উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে মান্থা। ২৪ অক্টোবর শুক্রবার নয়াদিল্লির মৌসম ভবন এই সিস্টেমের পরবর্তী আপডেট বুলেটিন প্রকাশ করতে পারে।
মান্থা তৈরি হলে সম্ভাব্য দুটি গতিপথের কথা জানানো হয়েছে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল এর পক্ষ থেকে। এটি তামিলনাড়ু থেকে বাঁক খেয়ে পুদুচেরি উপকূলের কাছে আরব সাগরে ল্যান্ড ফল করতে পারে। অথবা সমান্তরাল ভাবে ভারতের পূর্ব উপকূল বরাবর এগিয়ে ওড়িশা উপকূলের কাছাকাছি ল্যান্ড ফল করতে পারে।
Sunday, October 19, 2025
কৃষ্ণনগর সাংগঠনিক ব্লক স্তরীয় রদবদলের তালিকা ঘোষণা হল। কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় নতুন দায়িত্ব পেলো ৪ জন। বাকি পুরোনো মুখেই ভরসা দলের
নদিয়া: গোটা রাজ্যের সাথে সাথে নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরীয় সাংগঠনিক রদবদল হলো আজ। কৃষ্ণনগর সাংগঠনিক ৮ বিধানসভা কেন্দ্রের ব্লকের ১২টি তে সাংগঠনিক স্তরের তালিকা ঘোষণা হয়েছে। এদের মধ্যে ৪টি ব্লকে নতুন মুখ উঠে এসেছে। এছাড়া বাকি সমস্ত ব্লকে পুরনোদের ওপরে ভরসা রেখেছে দল। এখনো পর্যন্ত রাজ্য থেকে ঘোষণা তালিকা অনুযায়ী দেখা গেছে কৃষ্ণনগর শহরে ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া পরিচিত মুখ সৌমাল্য ঘোষকে। একই সাথে কৃষ্ণনগর উত্তরে যুব সংগঠন থেকে উঠে আসা সুশান্ত মন্ডল কে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে রদবদল হয়েছে তেহট্ট ১ এবং তেহট্ট ২ তে। তেহট্ট ১ ব্লকে দায়িত্ব দেওয়া হয়েছে নদীয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা সদস্য দিলীপ পোদ্দারকে। অন্যদিকে তেহট্ট ২ ব্লকের ব্লক সভাপতি দায়িত্ব পেয়েছে হাসিফুল মালিতাকে। এছাড়া কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দায়িত্বে আগে ছিল স্বপন ঘোষ তাকেই পুনরায় বহাল রাখা হয়েছে সভাপতি পদে। একই সাথে কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের দায়িত্বে রয়ে গেছেন সঞ্জয় মুখার্জি। চাপড়া ব্লকের দায়িত্ব পুনরায় দেওয়া হয়েছে শুকদেব ব্রহ্মকে। নাকাশিপাড়া ব্লকের ক্ষেত্রেও সেই কনিষ্ক চট্টোপাধ্যায় কেই ব্লক সভাপতি দায়িত্বে ভালো রাখল দল। কালিগঞ্জ ব্লকে দেবব্রত মুখার্জি রয়ে গেল ব্লক সভাপতির পদে। করিমপুর ব্লকের ক্ষেত্রে সেই একই চিত্র দেখা গেল সেখানেও ব্লক সভাপতি দায়িত্বে আশিষ চ্যাটার্জিকে রেখে দেওয়া হল। করিমপুর ২ এ ব্লকে দায়িত্বে রয়েছেন সৌমেন বিশ্বাস। করিমপুর ২ বি ব্লকের দায়িত্বে কার্তিক চন্দ্র মন্ডলের নামই বহাল রেখেছে দল। তবে এখনো পর্যন্ত কোথাও ব্লক তরী ও খুব বিক্ষোভ না থাকলেও জেলার সদর শহর কৃষ্ণনগর শহরের দায়িত্ব নিয়ে পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। ইতিমধ্যেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসা সৌমাল্য ঘোষ এর বিরুদ্ধে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানিয়েছে। অধীর চৌধুরীর সাথে ছবি পোস্ট করে বিভিন্ন রকম লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিন কৃষ্ণনগর সাংগঠনিক রদবদল নিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় যারা ছিল তারাই মোটামুটি রয়ে গেছে তবে নতুন কিছু মুখ আনা হয়েছে। সকলের সম্মিলিতভাবে ২০২৬ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একযোগে কাজ করবে এবং ব্লক স্তরীয় এই সভাপতিদের নেতৃত্বে দল এগিয়ে যাবে এবং ভালো ফল করবে। এটাই আশা রাখবো।
মদের আসরে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩ জন।
নদিয়া:মদের আসরে যুবকের রহস্য মৃত্যু, এই ঘটনায় ওই মদের আসরে থাকা ৩ যুবককে গ্রেফতার করলো নদিয়ার হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে হাসখালি থানার বগুলার বাসিন্দা এক যুবকের বাড়ির ছাদে মদের আসর বসায় ৪ বন্ধু। অভিযোগ, সেই আসরেই হটাৎ এক যুবক অচৈতন্য হয়ে পড়ে। পরে তাকে বাকি ৩ বন্ধু বগুলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর সেই ঘটনাতেই ওই মদের আসরে থাকা বাকি ৩ বন্ধুকে গ্রেফতার করে হাসখালি থানার পুলিশ। রবিবার তদন্তের স্বার্থে হাসখালি পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠালে, বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে যুবকের রহস্য মৃত্যু নিয়ে কি কারণ থাকতে পারে তার তদন্ত করছে পুলিশের একটি বিশেষ টিম। যদিও মদের আসরে যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
নবদ্বীপে সুকান্ত মজুমদারের কর্মসূচির পর নদিয়া দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগ।
নদিয়া: কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যাওয়ার পর নবদ্বীপ বাসস্ট্যান্...
-
গৌরব সেন,কেলকাতা: গত ১৮-ই অক্টোবর শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে(সল্টলেক স্টেডিয়াম) মোহনবাগান ১২৫তম আই.এফ.এ. শিল্ডে নিজেদের নাম নথ...
-
সন্ধ্যা হলেই ইসকন ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। নদিয়া: সন্ধ্যা হলেই অসংখ্য ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। আর এভাবেই ...
-
গৌরব সেন,দক্ষিণবঙ্গ:- ১৮-এর দশকে যখন সারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে তুলকালাম পরিস্থিতি তখন ব্রিটিশদের পক্ষপাত নেওয়া রাজাদের বন্দী ...
.jpeg)






