দিল্লী: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় নতুন কংক্রিটের হেলিপ্যাডের একটি অংশ ভেঙে গেছে বলে জানা গেছে। রাষ্ট্রপতির হেলিকপ্টারটি অবতরণের পর অতিরিক্ত ওজনের কারণে হেলিপ্যাডের একটি অংশ গর্তে আটকে যায়। এর ফলে হেলিকপ্টারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। চার দিনের সফরে শ্রীলঙ্কায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ।বুধবার সকালে শবরীমালা দর্শনে যাওয়ার পথে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার কেরলের প্রামাদম রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অবতরণ করে।অবতরণের সময় অতিরিক্ত ওজনের কারণে নতুন তৈরি করা কংক্রিটের হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। হেলিপ্যাডের কংক্রিট অংশটি হেলিকপ্টারের অতিরিক্ত ওজনের কারণেই ভেঙেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।যদিও ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি নিরাপদে ছিলেন। তবে এই ঘটনার পর তিনি সম্ভবত অন্য কোনো যান ব্যবহার করে গন্তব্যে পৌঁছান।
নবদ্বীপে সুকান্ত মজুমদারের কর্মসূচির পর নদিয়া দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগ।
নদিয়া: কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যাওয়ার পর নবদ্বীপ বাসস্ট্যান্...
-
গৌরব সেন,কেলকাতা: গত ১৮-ই অক্টোবর শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে(সল্টলেক স্টেডিয়াম) মোহনবাগান ১২৫তম আই.এফ.এ. শিল্ডে নিজেদের নাম নথ...
-
সন্ধ্যা হলেই ইসকন ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। নদিয়া: সন্ধ্যা হলেই অসংখ্য ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। আর এভাবেই ...
-
গৌরব সেন,দক্ষিণবঙ্গ:- ১৮-এর দশকে যখন সারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে তুলকালাম পরিস্থিতি তখন ব্রিটিশদের পক্ষপাত নেওয়া রাজাদের বন্দী ...