Monday, October 20, 2025

শিল্ড জিতলো মোহনবাগান,তবে মাঠের লড়াইয়ে সমানে টক্কর ইস্ট বেঙ্গল এর...

 গৌরব সেন,কেলকাতা: গত ১৮-ই অক্টোবর শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে(সল্টলেক স্টেডিয়াম) মোহনবাগান ১২৫তম আই.এফ.এ. শিল্ডে নিজেদের নাম নথিভুক্ত করলো তবে অপেক্ষাকৃত কম শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ধারেভারে পিছিয়ে থাকলেও মাঠ জুড়ে যথেষ্ট টক্কর দিয়েছে বলাই যায়! কিন্তু শেষ হাসি হাসলো শতাব্দী প্রাচীন মোহনবাগান। অতিরিক্ত সময়েও খেলার ফলাফলে(১-১) কোনো পরিবর্তন না ঘটাই,পেনাল্টি শ্যুটআউটে জয় গুপ্তার মারা শর্টে বিশাল কাইতের অনবদ্য সেভ জয়সূচক মুহুর্ত নিয়ে আসে গঙ্গাপাড়ের ক্লাবটাই। 

মাঠের লড়াইয়ে বেশ কয়েকটা সুযেগ নষ্ট করে উভয় দলই যেমন জেসন কামিংস ৩৪ মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন যা খেলা মোড় ঘোরাতে পারতো মোহনবাগানের অথবা ১০২ মিনিটের মাথায় মোহনবাগান বক্সে ডান দিক থেকে আসা ক্রসে ৬" ৫ উচ্চতার ইস্টবেঙ্গলের জাপানী ফুটবলার হিরোসী-র মাথা ছোঁয়াতে পারলেই পরিবর্তন হতে পারতো স্কোরলাইন এবং ইস্টবেঙ্গলে ভাগ্য।খেলার ৩৬ মিনিটের মাথায় মহেষের পাঠানো ক্রসে হামিদ আদাদ ১-০ গোলে এগিয়ে দেয় ইস্টবেঙ্গল কে এবং বাগান সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে প্রথমার্ধের একদম শেষ সময়ে আপুইয়া সমতা ফেরায় এবং পরবর্তীতে দুইদলই বেশ কয়েকটা সুযোগ পেলেও গোলে পরিবর্তন করে খেলার স্কোরবোর্ডে পরিবর্তন আনতে পারেনি। 

 তবে ইস্টবেঙ্গল গ্যালারী-তে টিফো প্রদর্শন এবং উপস্থিতির হার যথেষ্ট থাকলেও কোথাও মনমরা মোহনবাগান, উপস্থিতির হার যথেষ্ট কম সেটা একঝলক গ্যালারীর দিকে তাকালেই বোঝা যায় আর একদম শেষে টিফো নামলেও ডার্বির জন্য বিশেষ আয়োজন চোখে পরলোনা কোথাও, যদিও মোহনবাগান ক্লাব সচীব দাবী করেছিলেন ফ্যান ক্লাবদের সাথে কথা বলে সমস্যা মিটে গেছে তবে ১৮-তারিখের যুব ভারতী-তে মোহনবাগান গ্যালারীর চিত্র অন্য কথায় বলে!




নবদ্বীপে সুকান্ত মজুমদারের কর্মসূচির পর নদিয়া দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগ।

নদিয়া: কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যাওয়ার পর নবদ্বীপ বাসস্ট্যান্...