নন্দীগ্রাম : এসআইআর নিয়ে রাজ্যে শাসক বিরোধী জোর টক্কর চলছে। রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপি চাইছে বিদেশীদের বাংলায় রাখা যাবে না। এসআইআর এর মাধ্যমে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেস্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যখন এসআইআর নিয়ে তৎপর তখন বাংলায় শাসকদল তৃণমূল নেতৃত্বদের মুখে নানা হুমকির কথা শোনা যাচ্ছে। শাসকদল তৃণমূল নেতৃত্বদের বক্তব্যের প্রসঙ্গে সোমবার নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, " এসআইআর যাতে ঠিকঠাক হয় সেদিকে আমাদের দেখতে হবে। প্রহরীর মতো আমাদের সজাগ থাকতে হবে। বাকিটা নির্বাচন কমিশন দেখবে। বর্ডার এলাকায় নয় নন্দীগ্রামে বাংলাদেশের ভোটার রয়েছে। তাদের ভোটে আমি কেনো বিধায়ক হবো, নরেন্দ্র মোদি কেনো প্রধানমন্ত্রী হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেনো মুখ্যমন্ত্রী হবেন। তাছাড়া বাংলাদেশীরা কেনো আমাদের দেশের বাস করবে, জমি দখল করবে, রেশন নেবে।
কেনো রাজনৈতিক দল সুযোগ সুবিধে নেবে। এটা মেনে নেওয়া যায় না। আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না। বিদেশী বা বাংলাদেশীরা কেন আমাদের সুযোগ সুবিধে গ্রহন করবে। তার জন্য এসআইআর খুবই প্রয়োজন। পাশাপাশি মেয়েদের রক্ষা করার শক্তি যেন দেন মা কালী। বাংলায় মেয়েদের রাতে বেরানোর বারন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাতে কালী মায়ের পুজো হয় তাহলে মেয়েরা পুজোয় যেতে পারবে না। পুলিশ মন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। সম্প্রতি ময়নার বিজেপি বিধায়ক প্রাক্তন ক্রিকেটর অশোক দিন্ডা সভা মঞ্চ থেকে ২০২৬ শে তিনিই ময়না থেকেই আবার বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন। তিনি তার বক্তব্য বলেছিলেন, আমি আবার ময়না বিধানসভা কেন্দ্র থেকে ৯৯.০০৯ শতাংশ আমিই বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছি। বিধায়কের এই মন্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, " তিনি একজন দক্ষ বিধায়ক। তিনি বলতেই পারেন। তাঁর কাজের নিরিখেই তিনি বলেছেন। আশা করতেই পারেন। দল সঠিক সময় প্রার্থী তালিকা প্রকাশ করবেন।

