নদিয়া: গোটা রাজ্যের সাথে সাথে নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরীয় সাংগঠনিক রদবদল হলো আজ। কৃষ্ণনগর সাংগঠনিক ৮ বিধানসভা কেন্দ্রের ব্লকের ১২টি তে সাংগঠনিক স্তরের তালিকা ঘোষণা হয়েছে। এদের মধ্যে ৪টি ব্লকে নতুন মুখ উঠে এসেছে। এছাড়া বাকি সমস্ত ব্লকে পুরনোদের ওপরে ভরসা রেখেছে দল। এখনো পর্যন্ত রাজ্য থেকে ঘোষণা তালিকা অনুযায়ী দেখা গেছে কৃষ্ণনগর শহরে ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া পরিচিত মুখ সৌমাল্য ঘোষকে। একই সাথে কৃষ্ণনগর উত্তরে যুব সংগঠন থেকে উঠে আসা সুশান্ত মন্ডল কে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে রদবদল হয়েছে তেহট্ট ১ এবং তেহট্ট ২ তে। তেহট্ট ১ ব্লকে দায়িত্ব দেওয়া হয়েছে নদীয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা সদস্য দিলীপ পোদ্দারকে। অন্যদিকে তেহট্ট ২ ব্লকের ব্লক সভাপতি দায়িত্ব পেয়েছে হাসিফুল মালিতাকে। এছাড়া কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দায়িত্বে আগে ছিল স্বপন ঘোষ তাকেই পুনরায় বহাল রাখা হয়েছে সভাপতি পদে। একই সাথে কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের দায়িত্বে রয়ে গেছেন সঞ্জয় মুখার্জি। চাপড়া ব্লকের দায়িত্ব পুনরায় দেওয়া হয়েছে শুকদেব ব্রহ্মকে। নাকাশিপাড়া ব্লকের ক্ষেত্রেও সেই কনিষ্ক চট্টোপাধ্যায় কেই ব্লক সভাপতি দায়িত্বে ভালো রাখল দল। কালিগঞ্জ ব্লকে দেবব্রত মুখার্জি রয়ে গেল ব্লক সভাপতির পদে। করিমপুর ব্লকের ক্ষেত্রে সেই একই চিত্র দেখা গেল সেখানেও ব্লক সভাপতি দায়িত্বে আশিষ চ্যাটার্জিকে রেখে দেওয়া হল। করিমপুর ২ এ ব্লকে দায়িত্বে রয়েছেন সৌমেন বিশ্বাস। করিমপুর ২ বি ব্লকের দায়িত্বে কার্তিক চন্দ্র মন্ডলের নামই বহাল রেখেছে দল। তবে এখনো পর্যন্ত কোথাও ব্লক তরী ও খুব বিক্ষোভ না থাকলেও জেলার সদর শহর কৃষ্ণনগর শহরের দায়িত্ব নিয়ে পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। ইতিমধ্যেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসা সৌমাল্য ঘোষ এর বিরুদ্ধে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানিয়েছে। অধীর চৌধুরীর সাথে ছবি পোস্ট করে বিভিন্ন রকম লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিন কৃষ্ণনগর সাংগঠনিক রদবদল নিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় যারা ছিল তারাই মোটামুটি রয়ে গেছে তবে নতুন কিছু মুখ আনা হয়েছে। সকলের সম্মিলিতভাবে ২০২৬ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একযোগে কাজ করবে এবং ব্লক স্তরীয় এই সভাপতিদের নেতৃত্বে দল এগিয়ে যাবে এবং ভালো ফল করবে। এটাই আশা রাখবো।
