নদিয়া:মদের আসরে যুবকের রহস্য মৃত্যু, এই ঘটনায় ওই মদের আসরে থাকা ৩ যুবককে গ্রেফতার করলো নদিয়ার হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে হাসখালি থানার বগুলার বাসিন্দা এক যুবকের বাড়ির ছাদে মদের আসর বসায় ৪ বন্ধু। অভিযোগ, সেই আসরেই হটাৎ এক যুবক অচৈতন্য হয়ে পড়ে। পরে তাকে বাকি ৩ বন্ধু বগুলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর সেই ঘটনাতেই ওই মদের আসরে থাকা বাকি ৩ বন্ধুকে গ্রেফতার করে হাসখালি থানার পুলিশ। রবিবার তদন্তের স্বার্থে হাসখালি পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠালে, বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে যুবকের রহস্য মৃত্যু নিয়ে কি কারণ থাকতে পারে তার তদন্ত করছে পুলিশের একটি বিশেষ টিম। যদিও মদের আসরে যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
