নদিয়া: কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যাওয়ার পর নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ওপর গাড়ি পার্কিং নিয়ে বচসা নদিয়া দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাসের সাথে। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা এরপর হাতাহাতি। ঘটনায় বাসস্ট্যান্ডে থাকা আইএনটিটিইউসি সদস্যরা নদিয়া দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। একই সাথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয়েছে নবদ্বীপ জেনারেল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। যদিও ওই ঘটনা শোনার পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, যদি ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার না করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। অন্যদিকে ঘটনার বিষয় কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ জানান, সুকান্ত মজুমদারের কনভয়ে বা গাড়িতে অন্যরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাসস্ট্যান্ডে বিজেপির নদিয়া দক্ষিণের সাধারণ সম্পাদকের গাড়ি পার্কিং নিয়ে শ্রমিক সংগঠনের সাথে বচসা বাধে দুপক্ষের হাতাহাতি হয়েছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
Wednesday, November 5, 2025
Tuesday, November 4, 2025
পাচার হতে যাওয়া ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে নদিয়ার চাপড়ায় বিএসএফের হাতে আক্রান্ত ৫ পুলিশ কর্মী।
নদিয়া: নদিয়ার চাপড়ায় পাচার করতে যাওয়া নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে বিএসএফ জওয়ানদের মারধরে আহত হলো চাপড়া থানার ৫ জন পুলিশ কর্মী। ইতিমধ্যেই আহতদের চাপড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে সীমানগর বিএসএফ ক্যাম্পের কিছুটা দূরে সীমানগর বাসস্ট্যান্ড থেকে একটি গাড়িতে করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ সেখানে হানা দেয়। পাচার হতে যাওয়া নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে বেশ কয়েকজন সাদা পোশাকের বিএসএফ জওয়ান। পুলিশের সাথে শুরু হয় বচসা। পাচার হতে যাওয়া বিপুল পরিমাণ ফেন্সিডিল পুলিশ যখন উদ্ধার করতে যায় তখনই পুলিশের ওপর চড়াও হয় বিএসএফ জওয়ানরা এমনটাই অভিযোগ পুলিশের। পুলিশের গাড়ি থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল ছিনিয়ে নেয় বিএসএফ জওয়ানরা। উভয় তরফের বচসা ও হাতাহাতিতে চাপড়া থানার দুই এস আই সহ পুলিশ কর্মীদের মারধর শুরু করে বিএসএফ জওয়ানরা। ঘটনায় আহত হয় ৫ জন পুলিশ কর্মী। তাদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে চাপড়া ব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। পাচার হতে যাওয়া সেই ফেনসিডিল গাড়ি থেকে নিয়ে চলে যায় বিএসএফ। ঘটনার খবর পেয়ে চাপড়া থানায় পৌছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক।এ বিষয়ে কৃষ্ণনগর ডিআইজি হেডকোয়ার্টার আর পি উদিত বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনাটি সীমানগর বিএসএফ ক্যাম্প চত্বরে ঘটেছিল ওই এলাকাটি বিএসএফের হাওয়ায় স্বাভাবিকভাবে বিএসএফ সেগুলোকে উদ্ধার করে। কিন্তু পুলিশ এসে সেগুলোকে ছিনিয়ে নিতে যায়। পুলিশ কে মারধরের ঘটনা তিনি অস্বীকার করেন উপরন্ত তাদের একজন বিএসএফ কর্মীকে আটক সহ অন্যান্য বিএসএফ কর্মীকেও মারধরের অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাকওয়ানা মিত কুমার জানান, ঘটনার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বিএসএফের উদ্ধতন কর্তৃপক্ষ আসে দুই তরফে আলোচনার পর উদ্ধার হওয়া ফেন্সিডিল বিএসএফ এবং পুলিশ উভয়পক্ষ মিলেই উদ্ধার করেছে এবং গোটা ঘটনার তদন্ত করছে। বিএসএফ এবং পুলিশের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে।
Sunday, November 2, 2025
সাত সকালে নদিয়ায় ইডি হানা।
নদিয়া: সাত সকালে নদিয়ায় ইডি হানা।ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির তদন্তে ইডি আধিকারিকরা। সাত সকালেই ইডি আধিকারিকরা পৌঁছান নদিয়ার চাকদহের চুয়াডাঙ্গা পরারি গ্রামে বিপ্লব সরকারের বাড়িতে। বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় তিন ঘন্টা তল্লাশি আধিকারিকরা, এখানে দেখা হয় বিপ্লব সরকার তার ভাই বিপুল সরকার তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিল কোন কোন নথি দিয়ে। পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়ার চাকদা থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তি।তার থেকে পাওয়া গিয়েছে সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট। সেই সূত্র ধরেই এদেরকে জিজ্ঞাসাবাদ চলল ।এরপর ব্যাংকের পাশবই খতিয়ে দেখে মোবাইল ফোন রেকর্ড থেকে শুরু করে পাসপোর্ট ও খতিয়ে দেখে ইডি আধিকারিকেরা।সন্দেহের বসে বিপুল সরকার তার দাদা বিপ্লব সরকার এবং তাদের বাবাকে আটক করে নিয়ে গেল ইডি আধিকারিকরা। সাথে তাদের সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে।
বাংলাদেশী সন্দেহে ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে।
নদিয়া:বাংলাদেশী সন্দেহে এক ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ । বিএসএফের মারে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমনই চাঞ্চল্যকর এই ঘটনায় চাপড়া থানায় বিএসএফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই ভারতীয় কৃষক।স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিল ওই গ্রামেরই এক কৃষক রফিকুল মণ্ডল। চায়ের দোকান থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশী সন্দেহে মারধর করে বলে অভিযোগ। তাকে প্রায় ঘন্টা তিনেক আটকে রেখে পায়ে শেকল দিয়ে বেঁধে পশ্চাদদেশে বেধড়ক মারে তিনজন বিএসএফ জওয়ান মিলে। এরপর কাঁটাতারের কাছে গিয়ে নিয়ে তাকে স্বীকারোক্তি করানোর চেষ্টা করে সে কাঁটাতার কাটতে এসেছিল বলে। কিন্তু রফিকুল সবকিছুতেই অস্বীকার করে। তাকে বিএসএফ স্বীকার করতে বাধ্য করে সে বাংলাদেশী। এমনটাই অভিযোগ রফিকুলের। এরপর তাকে ছেড়ে দেওয়া হয় বেধড়ক মারধর করার পর স্থানীয় চাপরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রফিকুলকে।রফিকুলের আরো অভিযোগ, এইরকম ভাবেই নদী আর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়ার হাটখোলা কাঁটাতার সংলগ্ন এলাকায় বিএসএফ সাধারণ গ্রামবাসীদের উপর হামলা চালায় প্রতিনিয়ত। এর আগেও একাধিক গ্রামবাসীদের সাথে এরকম করেছে বলে অভিযোগ রফিকুল মন্ডলের।
বিসর্জনে বিশৃঙ্খলা কৃষ্ণনগরে চকেরপাড়া বারোয়ারীর বিরুদ্ধে মামলা পুলিশের।
নদিয়া: জগদ্ধাত্রী বিসর্জনে বিশৃঙ্খলা। কৃষ্ণনগর চকেরপাড়া বারোয়ারী পূজা কমিটির বিরুদ্ধে মামলা করলো কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর , জগদ্ধাত্রী পূজার প্রথম হাসানের দিন শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন চকেরপাড়া বারোয়ারী পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। চকের পাড়া বারোয়ারী পুলিশ প্রশাসনের নির্ধারিত নির্দেশ অমান্য করে তাদের প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে। যার ফলে অন্যান্য প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে এবং পুলিশের দায়িত্বপালনে বাধা সৃষ্টি হয় বলে অভিযোগ। সেই সময় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মী রুবি দত্ত, দেবরতি বিশ্বাস ও মন্দিরা দেবনাথ পুজো উদ্যোক্তাদের শান্তিপূর্ণভাবে ভাসান সম্পন্ন করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য তাদের প্রতি অশালীন ভাষা প্রয়োগ করেন, এবং পুলিশের নির্দেশ অমান্য করে শারীরিকভাবে বাধা প্রদান ও মহিলা পুলিশ কর্মীদের প্রতি অসদাচরণ করে বলে অভিযোগ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে। এরপর ভাসান প্রক্রিয়া স্বাভাবিক করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন করেন।
সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগর কোতোয়ালী থানায় চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে পুলিশ কর্মীদের কাজে বাধা প্রদান, অসদাচরণ ও মহিলা পুলিশ কর্মীর প্রতি শারীরিক হেনস্তার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে সর্ব সাধারণের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে,উৎসব বা সামাজিক অনুষ্ঠানে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য।
অসামাজিক আচরণ বা আইনভঙ্গের যে কোনো ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই চকেরপাড়া বারোয়ারীর সদস্যদের বিরুদ্ধে ১২৬(১)/৭৪/৭৫/৭৬/৭৯/১৩২/১৩৩/৩৫১(২)/৬১(২) ভারতীয় দণ্ডবিধি বি এন এস ধারায় মামলার রুজু করা হয়েছে।
Saturday, November 1, 2025
২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ-সভাপতি সহ তার পরিবারের।
নদিয়া: ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই নদিয়া জেলা পরিষদের সহকারি সভাধি প্রতিষ্ঠা সজল বিশ্বাস সহ তার পরিবারের। ইতিমধ্যে এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে রানাঘাট মহাকুমার শাসকের কাছে। আর ২০০২ সালের ভোটার তালিকায় তৃণমূল নেতা তথা নদীয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি এই সজল বিশ্বাসের নাম তালিকা না থাকাতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কিন্তু কেন ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই সজল সহ তার পরিবারের লোকেদের এ নিয়ে প্রশ্ন করা হলে সজল বিশ্বাস নিজে জানান, ২০০২ সালে তার বয়স ছিল ১৭ বছর। অর্থাৎ ১৭ বছর বয়সে কারোরই ভোটার তালিকায় নাম ওঠে না। সজল বিশ্বাস কেউ দাবি করেন তিনি স্থানীয় স্কুল এবং কলেজেই পড়াশোনা করেছেন তার প্রমাণও কাছে রয়েছে। এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন তিনি। তাহলে কি নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতির গায়ে বাংলাদেশী তকমা লাগাতে চাইছে বিজেপি এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ বিষয়ে শান্তিপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের শাসক দলের একজন নেতা এমনকি পদাধিকারীর যদি এই অবস্থা হয়ে থাকে খুঁজলে আরো অসংখ্য এমন নাম বেরোবে। আর সেই কারণে তৃণমূল কংগ্রেস ভয়ে আন্দোলনে যেতে চাইছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে রাজ্যে এস আই আর হলে তাদের কি পরিণতি হতে পারে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে জেলায় যদি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।
Subscribe to:
Comments (Atom)
নবদ্বীপে সুকান্ত মজুমদারের কর্মসূচির পর নদিয়া দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগ।
নদিয়া: কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যাওয়ার পর নবদ্বীপ বাসস্ট্যান্...
-
গৌরব সেন,কেলকাতা: গত ১৮-ই অক্টোবর শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে(সল্টলেক স্টেডিয়াম) মোহনবাগান ১২৫তম আই.এফ.এ. শিল্ডে নিজেদের নাম নথ...
-
সন্ধ্যা হলেই ইসকন ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। নদিয়া: সন্ধ্যা হলেই অসংখ্য ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। আর এভাবেই ...
-
গৌরব সেন,দক্ষিণবঙ্গ:- ১৮-এর দশকে যখন সারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে তুলকালাম পরিস্থিতি তখন ব্রিটিশদের পক্ষপাত নেওয়া রাজাদের বন্দী ...